বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪

সূর্যি মামা ডাক ছেরেছে







আমি রাতের বুকে কাফন ঢেলে,
নিজেই আমি বেড়িয়ে পরি। 
তুমি আমায় দেখতে পাবে,
তোমার পূব দুয়ারে সোনারঙ্গে
আমিও তোদের দেখতে আসি,
দেখতে তোমাদের নূরের যূথী,
এসো তোমরা বাহিরে এসো,
খুলে তোদের নয়ন পাতি। 
ওরে আমার নাদান ভাগ্নে,

আয় তোরা ঘরের বাহিরে। 

ভাগ্নে আমার লক্ষ্মী ভাগ্নে, 
চাঁদ তারা সব লুকিয়ে গেছে,
সূর্য্যি মামা ডাকছে তোদের ,
আদর করে বললোতোদের, 
তোদের একটু দেখতে চাই যে, 
উঠো আমার লক্ষ্মী ভাগ্নে, 
এবার তোমরা উঠে পর ,
আমার কাছে বাহিরে  এসো 

শুভ সকাল হয়ে গেল।
 






ছোট পাখি মৌটুসি
বলছে ডেকে কানেকানে
ভোর যে ভাই হয়ে গেছে,
উঠে পর বিছানা ছেড়ে।
রাত্রি গেল স্বপন দেখে
দিন এসেছে তাই পূরণে।
যদি তুমি না উঠ ভোরে
স্বপন পুরন কিসে হবে।
উঠ ভাই লক্ষ্মী ছেলে,
ভোরের বেলা ঘুমোতে নেই যে।
দোয়েল গেল শিস বাজিয়ে
শ্যামা ময়না তা থৈ বোলে
নৃত্য কড়ছে জিঙ্গে গাছে।
দেখ ভায়া বাহিরে এসে
ঊষা মাসি কি করেছে
আধার ভুবন রাঙ্গিয়েছে,
চাঁদ মাম তো ডুবেই গেছে
শুভ কামনা জানিয়ে গেছে।

শুভ সকাল


দিন আর রাত্রি মাঝে
গোধূলি খেলা করে। 
রাত্রি আর দিন মাঝে
সকালটা রেখা টানে
এটা কোন রেখা নয়
আসলে নব আসার উদয়।
একে একে দিন যায়,
রাত্রি যায়, ভেসে বেড়ায় আশা।
শুভ সকালটা শুভ হলে
আশা গুলি পেয়ে যায়
নিরাশায় আশা।

সকাল তো এসে গেল
লক্ষ্মী আপু উঠে বস
নয়ন মেলে চেয়ে দেখ
তোমার সব আশা গুলো
ছুটেছে দেখ দুরন্ত দূর্বার।
কামনা করি আমি,
দরবারে খোদার ।
পূর্ণ কর হে রহমান ,
আমাদের মনস্কামনা,
যাহা জমা মোদের হৃদয় মাজার।
সুস্থ রেখ, ভাল রেখ, বাচিয়ে রেখ,
রেখ মোদের দিয়ে চিত্ত্ব সুখ। 

ভোরের আলো



ভোর সকালের মিষ্টি আলো
পূর্ব গগনে ঊষা এলো
ভোর সকালে শিশির কনা,
মুক্তার মতো তুলল ফনা,
বলল তার ফোস ফোসিয়ে,
তোমরা আখি না খুলিলে,
বল আমার কি দাম আছে
পাখিরা সব গাইছে গান,
কি মিষ্টি তাদের সুরের তান,
বলল তারা কিচ কিচিয়ে,
তোমারা যদি না জগিলে,
আমার গানের কি দাম আছে
ফুলের সব ফুটেছে বাগে,
সুবাস তারা যায় বিলিয়ে,
বলল তারা মিষ্টি হেসে,
তোমরা যদি না জাগিবে,
আমার সুবাস কিসের জন্যে
উঠ তোমরা নয়ন মেলে,
বাহিরে এসো ওদের মাঝে,
তোমার হাসির দেখা পেলে,
ফুটবে হাসি ওদের মুখে
তোমার মিষ্টি মুখে,
সকাল টা তো চায় লুকাতে
সান্ত কর ওদের প্রানে,
তোমার নির্মল হাসিতে

প্রার্থনা



প্রভাতের নির্মল বায়ু,
বাড়িয়ে দেয়  জীবনের আয়ু,
ভোরের মিষ্টি আলো,
ছাপিয়ে যায় সব আধার কালো
ভোরের শুভ কামনা,
সেও তোমার খোদার আরাধনা
মানব মরে যায় ঘুমের সাথে প্রতি রাতে,
একেকটি নব ভোর প্রতি দিন আসে
তোমায় নব আশায় নব জন্ম  দিতে
তোমার এই নব জন্ম ক্ষণে 
ঘুমিয়ে থেকনা তুমি, ভুলনা স্বাগত জানাতে

আরসে কুরছিতে বসে খোদা নিরালায়,
কার কি মনের কামনা জানাও আমায়,
উঠি আমি প্রভাতে আপন তাগিদে,
দুই হাত মেলে ধরি খোদার দরগাতে
বলি খোদা দয়াময় ভুবন স্বামী,
আমি জেন দেখি সুখি,
আমার এই ভুবন খানি
সকালের এই কামনা রহিম রহমান,
জারি রেখ এই কামনা করিয়া সমন
সর্বদা আমরা জেন থাকি সুখে,
সুখ আর সুখে সমানে সমান