বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪







ছোট পাখি মৌটুসি
বলছে ডেকে কানেকানে
ভোর যে ভাই হয়ে গেছে,
উঠে পর বিছানা ছেড়ে।
রাত্রি গেল স্বপন দেখে
দিন এসেছে তাই পূরণে।
যদি তুমি না উঠ ভোরে
স্বপন পুরন কিসে হবে।
উঠ ভাই লক্ষ্মী ছেলে,
ভোরের বেলা ঘুমোতে নেই যে।
দোয়েল গেল শিস বাজিয়ে
শ্যামা ময়না তা থৈ বোলে
নৃত্য কড়ছে জিঙ্গে গাছে।
দেখ ভায়া বাহিরে এসে
ঊষা মাসি কি করেছে
আধার ভুবন রাঙ্গিয়েছে,
চাঁদ মাম তো ডুবেই গেছে
শুভ কামনা জানিয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন