বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪

সূর্যি মামা ডাক ছেরেছে







আমি রাতের বুকে কাফন ঢেলে,
নিজেই আমি বেড়িয়ে পরি। 
তুমি আমায় দেখতে পাবে,
তোমার পূব দুয়ারে সোনারঙ্গে
আমিও তোদের দেখতে আসি,
দেখতে তোমাদের নূরের যূথী,
এসো তোমরা বাহিরে এসো,
খুলে তোদের নয়ন পাতি। 
ওরে আমার নাদান ভাগ্নে,

আয় তোরা ঘরের বাহিরে। 

ভাগ্নে আমার লক্ষ্মী ভাগ্নে, 
চাঁদ তারা সব লুকিয়ে গেছে,
সূর্য্যি মামা ডাকছে তোদের ,
আদর করে বললোতোদের, 
তোদের একটু দেখতে চাই যে, 
উঠো আমার লক্ষ্মী ভাগ্নে, 
এবার তোমরা উঠে পর ,
আমার কাছে বাহিরে  এসো 

শুভ সকাল হয়ে গেল।
 

৩টি মন্তব্য: