বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪

ভোরের আলো



ভোর সকালের মিষ্টি আলো
পূর্ব গগনে ঊষা এলো
ভোর সকালে শিশির কনা,
মুক্তার মতো তুলল ফনা,
বলল তার ফোস ফোসিয়ে,
তোমরা আখি না খুলিলে,
বল আমার কি দাম আছে
পাখিরা সব গাইছে গান,
কি মিষ্টি তাদের সুরের তান,
বলল তারা কিচ কিচিয়ে,
তোমারা যদি না জগিলে,
আমার গানের কি দাম আছে
ফুলের সব ফুটেছে বাগে,
সুবাস তারা যায় বিলিয়ে,
বলল তারা মিষ্টি হেসে,
তোমরা যদি না জাগিবে,
আমার সুবাস কিসের জন্যে
উঠ তোমরা নয়ন মেলে,
বাহিরে এসো ওদের মাঝে,
তোমার হাসির দেখা পেলে,
ফুটবে হাসি ওদের মুখে
তোমার মিষ্টি মুখে,
সকাল টা তো চায় লুকাতে
সান্ত কর ওদের প্রানে,
তোমার নির্মল হাসিতে

1 টি মন্তব্য: